কোনো এক ক্ষণে
পবিত্র ভালোবাসার ফলে আমি এসেছি ভূবনে,
আমিতো ভালোবাসা পেয়েছি
সেই আমার জন্মলগ্নে।
আমার অপূর্ণতাকে পূর্ণতা দিতে,
আমার মুখের এক চিলতে হাসির জন্যে,
কত ব্যাথা সয়েছো মা!
একেই কি ভালোবাসা বলে?
আমার স্বপ্ন পূরণ করতে
নিজের পরিশ্রমটুকু দিয়েছো বাবা,
একেই কি ভালোবাসা বলে?
মায়ের শাসনের সামনে দাঁড়িয়ে
আমায় বারংবার বাঁচিয়েছো ভাই,
একেই কি ভালোবাসা বলে?
ভালোবাসা না বুঝেই ভালোবেসেছি।
ভালোবাসতে বয়স লাগে না
শুধু ভালোবাসতে হয়।
ভালোবাসাই ভালোবাসা শেখায়।
অনেকে বলে ভালোবাসা নিষ্ঠুর
ভালোবাসা শুধুই কাঁদায়।
আমি বলি ভালোবাসা রঙিন।
ভালোবাসা ভালোবাসতে শেখায়।
ভালোবাসার জন্যই
ভালোবাসাকে ছেড়ে যেতে হয়,
ভালোবাসতে হয়।
সেই পবিত্র ভালোবাসা থেকে
জন্ম নেয় ভালোবাসা ভূবনে।
ভালোবাসা সংজ্ঞাবিহীন
ভালোবাসা নির্দিষ্ট দিবসহীন।
জন্ম থেকেই ভালোবাসা শুরু
ভালোবাসা থেকেই আমাদের জন্ম।
তাই,ভালোবাসি অনুভবে
প্রতিক্ষনে ভালোবাসা ছাড়া কিছু নেই ভূবনে।
ভালোবাসা আছে বলেই
হাজারো দুঃখের মাঝে,
ভালোবাসার জন্যই মানুষ বাঁচে।
না বললেও সবাই
ভালোবাসে অনুভবে প্রতিক্ষণে।
আমিও ব্যাতিক্রম নই,
আমিও ভালোবাসি অনুভবে
প্রতিক্ষনে ভালোবাসি ভালোবাসা কে।
আমি শুধু ভালোবাসিনি
অচেনা,চেনা মেয়েকে।
লেখকঃ মোঃ ফরিদুজ্জামান -রিফাত