খুবই ভালো কাজ রক্ত দান,প্রয়োজনে রক্তই তো বাঁচায় প্রান, মানবতার জন্য কত হচ্ছে রক্ত আদান প্রদান, রক্তই বাঁচায় রোগীর প্রান,তাই ইচ্ছা করেই করুন রক্ত দান,

রক্ত দানে নাই কোন বাঁধা ব্যবধান,কে হিন্দু কে মুসলমান,নাই জাত-পাত বিধি বিধান, রক্তই কখনো কখনো বাঁচায় মুমূর্ষু রোগীর প্রান,তাই লাল ভালোবাসা করুন দান,

ইচ্ছাকৃত ভাবে রোগীকে রক্ত করো দান, জাগো যুব-সমাজ,করো এই আহ্বান,একটু রক্ত দানে বেঁচে যেতে পারে প্রসূতি মার অসুস্থ প্রান,হোক রক্ত দানকারীর জয় গান,

রক্ত দানে, মানুষের হয়না ক্ষতি,মেডিকেল দিয়েছে তার বহু যুক্তি, সঠিক সবনিয়ম মেনে রক্ত-দিলে থাকেনা কোন ভয়,রক্ত দানে হয় মানবতার জয়।

লিখেছেনঃ রত্না রানী হোড়