একদিন পথে চলছিলাম একা একা

কি যেন ভাবছিলাম মনে মনে

হয়ত তোমারই কথা।

হঠাৎ রাস্তার ওপাশে তাকালাম

দেখলাম লাল শাড়ি পরা একটি মেয়ে

ইশারায় কি যেন বলছিল আমাকে

বুঝতে পারলাম না কিছুই,

নিরূপায় হয়ে কাছে গেলাম মেয়েটির

মেয়েটিকে বললাম এবার না হয় বলো কথাটা

হাতের ইশারায় মেয়েটি আমায় বলল সে বোবা।।

কিন্তু বিশ্বাস করুন মেয়েটিকে দেখে বোঝার উপায় ছিল না

বোধহয় বিধাতা এক অপরূপ সৌন্দর্য তার মাঝে ছড়িয়ে দিয়েছে

ইশারায় বললাম চল রাস্তার ওপারে গিয়ে দাড়াই

কিছুটা ইতস্তত বোধ করছিল প্রথমে কিন্তু

পরক্ষণেই হাত ধরে চলে আসলো,

বুঝতে পারলাম না কেন এমনটি হল

হয়ত মেয়েটির ভরসা ছিল।।

মেয়েটি ভারী মিষ্টি, কেন যেন মনে হয়েছিল

বলার সাহস হচ্ছিল না।

ধীরে ধীরে সূর্য অস্তমিত হচ্ছিল

মেয়েটিও বাড়ির দিকে এগুচ্ছিল

হৃদয়ের সূর্যটিও নিভে যাচ্ছিল

হঠাৎ মেয়েটির হাত ধরে আকাশের পানে চেয়ে বললাম

বিধাতা মনে মনে আমি এতক্ষণ এই মেয়েটির কথাই ভাবছিলাম।

 

লেখকঃকাজী মেহরাব আহমেদ লাবিব