নিলিমা,

তোমার কি মনে পরে আমার কথা?

তোমার স্কুল এর সামনে দাঁড়ানো

সাদা শার্ট পড়া ছেলেটির কথা?

যে তোমায় এক পলক দেখবে বলে

রোদে থাকত ঠায় দাড়িয়ে।

তোমার কি মনে পরে আমার ঘামে

ভেজা মুখটির কথা!

যে কিনা তোমায় দেখবে বলে তাড়াহুড়ো

করে চলে আসত অনেক দূর পেরিয়ে।

আমাদের গল্পের শুরুর সে দিনটার কথা?

কি যে অপরূপ লাগছিল তোমায় সেদিন!

এমন ভাল লাগার অনুভুতি যদি

প্রেমে পড়া হয় তবে তো আমি তোমার

প্রেমে প্রথম দিন-ই পড়েছিলাম।

মনে আছে তুমি বলেছিলে আমার সাথে ভিজবে

প্রকৃতির ঝুম বৃষ্টিতে?

সে সুযোগ আর পেলাম কোথায়।।

আমি কবি নই কিংবা লেখকও নই।

তোমাকে নিয়ে লেখার হয়ত আমার

আর অধিকারটুকুও নেই।

কিন্তু এ কলম যেন আমার

মনের সব খবর রাখে।

প্রতি রজনীতে নিশ্চুপ স্নিগ্ধ পরিবেশে গরম

লাল চায়ের চুমুকে যেন স্মৃতিগুলো

মনের গহিনে নৃত্তে মেতে উঠে।

শুনেছি ছেলেদের বিরহের নাকি ব্যথা নেই।

কিন্তু নিজের আমি-ই যখন আমাকে বলে

কি রে ভুলতে পারবি সব?

বাঁচতে পারবি আগের মত?

আমার আমির ওই পৈশাচিক হাসি যেন

এই স্নিগ্ধ রজনীকে মুখরিত করে।

আমি যেন শুনতে পাই যে কেউ এসে কানে বলে যাচ্ছে

হেরে গেছিস তুই,হেরে গেছিস তুই

এভাবে কি বাঁচা যায়!

রাজপথে একলা দাড়িয়ে ভাবি

এ পথে রয়েছে কত মানুষের বিরহের কথা।

যেখানে আমার কথা কিনা তুচ্ছ একটি পাতা।

আমার কথাগুলো নাহয় ওই

পাতাতেই রুদ্ধ থাক।

 

লেখকঃ কেফায়েত ইবনে রহমান