১। সংশপ্তক নবীন লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম ।অভিজ্ঞ লেখকদের জন্যও আমরা অপেক্ষায় আছি। এছাড়াও চাকুরী প্রার্থী, চাকুরিজীবি ও পেশাদারদের জন্য পেশাজীবনের জন্য প্রয়োজনীয় লেখা থাকবে।

২। যে কেউ লেখা পাঠাতে পারবেন। নবীনদের ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিব। লেখালেখিতে তাদের উৎসাহ ধরে রাখার জন্য।  

৩। যেকোন ক্ষেত্রেই সেটা মৌলিক লেখা হতে হবে। কোন অবস্থাতেই প্লেজিয়ারিজম (অন্যের লেখা চুরি) গ্রহণযোগ্য নয়। প্রবন্ধের ক্ষেত্রে সঠিক রেফারেন্স দিয়ে অন্যের লেখার প্রাসঙ্গিক অংশ দেওয়া যাবে।

৪। অন্যকোথাও লেখা প্রকাশিত হতে পারবেনা। এমনকি ফেইসবুকে আগে পোষ্ট দেওয়া লেখাও গ্রহণযোগ্য নয়।

৫। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কোন লেখা দেওয়া যাবেনা।

৬। কারও বিশ্বাস, মতবাদ, ধর্মকে আক্রমণ করা যাবেনা।

৭। আপনার লেখার বানান, বাক্যের গঠণ, ব্যাকরণ আপনাকে ঠিক করে পাঠাতে হবে। আমরা শুধু সাইটে পাবলিশ করে দেব।

৮। লেখা ইউনিকোডে পাঠাবেন। লেখার সাথে প্রাসঙ্গিক গ্রাফিক্স পাঠালে, আপনি আমন্ত্রিত। সেক্ষেত্রে ইমেজ ৮২০*৪৮০ হতে হবে।  

৯। লেখার জন্য কেউ কোন সন্মানী পাবেন না।

উপরোক্ত নিয়ম মেনে চলতে পারলেই আমাদের কাছে লেখা পাঠাবেন। নইলে আমরা লেখা পোষ্ট করবো না। ভুলে করে পোষ্ট করলেও সেটা রিমুভ করে দেওয়া হবে।

আপনাদের লেখা পাঠাবেন songshoptok2018@gmail.com এই ই-মেইলে।