জন্মে ছিলে তুমি একশো বছর আগে
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে
বাবা ছিল তোমার শেখ লুৎফর রহমান
মাতা তোমার সায়েরা খাতুন।
ছোট থেকেই ছিলে তুমি গরীবের প্রতি উদার
কখনোইতো হওনি বেওয়ার,
তাইতো বাংলার খোকা তুমি
তুমিইতো শত বছরের শ্রেষ্ঠ বাঙালী।
তুমি মানেইতো সাত মার্চের
আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ।
তুমিইতো জন্ম দিয়েছিলে এই সোনার বাংলা
বলেছিলে তুমি থাকবেনা ক্ষুধা, থাকবেনা দারিদ্র,
বাংলাদেশ হবে বিশ্বের বুকে সবচেয়ে উন্নত
বিশ্ব মানচিত্রে যতদিন থাকবে বাংলার নাম,
স্বর্ণাক্ষরে লিখা থাকবে
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম।

 

লেখকঃ মেহেদী হাসান রাসেল