ছায়া দিয়ে মায়া দিয়ে
আগলে রাখা সাথী,
বন্ধু হয়ে মানব পাশে
থাকে দিবা রাতি।

বাঁচার তরে অক্সিজেন দেয়
মানুষ বেঁচে থাকে,
পাশাপাশি থেকে বৃক্ষ
আপন করে রাখে।

ঝড়ের তোড়ে রক্ষা করে
নিরাপদে থাকে প্রাণী,
সুস্থ্য সুন্দর সতেজ রাখে
মানব জীবন খানি।

ফুলে ফলে ভরে রাখে
মানব মন হয় ভালো,
সবুজ শ্যামল সোনার বাংলা
নানা রঙে আলো।

পাখপাখালির কিচিরমিচির
গাছের ডালে ডালে,
বৃক্ষ লাগে এই মানুষের
জন্ম-মৃত্যু কালে।

লেখকঃসাঈদুর রহমান লিটন