একুশের চেতনায় উজ্জীবিত হয়ে,

স্বপ্ন এঁকে যাই বাংলার বুক চিড়ে।

বায়ান্নর অদৃশ্য ঘাতকেরা উইপোকা সেজে,

মাঠে নেমেছিলো মানচিত্র খাওয়ার প্রয়াসে।

ক্ষুদ্র জীবন তরে কত কথাই না মনে পড়ে,

পাখিরা গান গেয়ে যায় নিস্তব্ধ স্বরে।

ভাষার বাগানে ফুটুক ফুল গোলাপ হয়ে,

বর্ণমালা দিয়ে ভরিয়ে তুলুক শব্দ উল্লাসে।

সকালের সোনা রৌদ্রময়ী বাণী হয়ে,

অন্তহীন নির্বাক নীলিমার দিকে তাকিয়ে

শহীদের রক্তময়ী স্মৃতিকাহন উঠছে ভেসে।

 

একুশে ফেব্রুয়ারি তুমি নির্বাক আত্মশুদ্ধিতে,

দিয়েছ প্রাণ মাতৃভাষার অধিকার ঢাল হয়ে।

রফিক সালাম বরকতসহ আর কত ভাই এক হয়ে,

রাজপথ  রঞ্জিত করেছে ভাষার জন্য রক্ত দিয়ে।

কতশত বাঁধা বিপত্তি চিত্রের মতো বিত্ত হয়ে

অস্তমিত সূর্য হয়ে অকালে যাচ্ছে ডুবে।

দিচ্ছে হাতছানি দূষিত শব্দ ভান্ডারের

পরিপূর্ণ করতে আমাদের মাতৃভাষাকে।

 

সূর্য উঠেছে দেখ পূর্ব দিগন্ত অভিসারে,

রক্তে রাঙানো কত আবির মনিকোঠায় খেলা করে।

ভাষার স্রোতে মায়ের বুলি হয়ে এইপথে,

প্রাণের চেয়েও প্রিয় জানি বাংলা ভাষাটাকে।

একুশ তুমি আছ আমাদের অহংকার রূপে,

পুষ্প অলংকারে সজ্জিত স্বর্গের রাণী হয়ে।

লেখকঃ মোঃ রায়হান কাজী