যাদের শ্রমে এ দেশে তে সোনার ফসল ফলে

যাদের ঘামে আকাশ চুমী বিল্ডিং মাথা তোলে

কামার, কুমার, জেলে, তাঁতি  রৌদ্রে পুড়ে কৃষক

তারাই করে শিল্প সচল তারাই তো এদেশ গড়ে।

বাঁচতে  শিক্ষায় তারা মোদের করে মাথা উঁচু

সামনে আঘাত দেখলে কভু শির না হয় যেন নিচু

অস্ত্র তাদের হাতুড়ি লাঙ্গল অস্ত্র তাদের শ্রম

করেছে নিষ্ফল গড়তেএদেশ হাজারোরাতের ঘুম।

প্রতি ক্ষণে করছে পূরণ তারা কত যে রঙিন ইচ্ছে

বহুতল বাড়ি রাস্তা সাঁকো তারাইতো গড়ে দিচ্ছে

যাদের শ্রমে  আজ পেয়েছি মোরা এই  সচল দেশ

তাদের কথা আজ ভুলেই গেছি নেইতো মনে রেশ

বিদেশের মাটিতে কারা বলো দেশের জন্য লড়ছে

শীত কিংবা গ্রীষ্মের রৌদে কারা জ্বলে পুড়ছে

ক্ষেতের মাঝে রৌদ্র তাপে ঝড়ছে কাদের ঘাম

শ্রমিকের শ্রমে হচ্ছে যে সব জানাই তাদের সম্মান।

লেখকঃ মোঃ শাহিন