নরদানবের ভীড়ে জর্জরিত পৃথ্বিবাসী তাই
নারীর জীবন হয়েছে আজ কূলকিনারহীন;
সমাজ যতোই হয়ে যাক অধুনা
সভ্যতা কী হয়নি আদৌ বিলীন!
লোকমুখে শুনি শুধু ভদ্রতার বুলিবাণী
বৈষম্যের মাপকাঠি এবার তবে পেয়েছে সমীকরণ,
ভদ্র মুখোশের আড়ালেও তবু হয় কেন
নারীশক্তির অপহরণ।
মৃদু হাত দু’খানি এবার মুষ্টিবদ্ধ হোক
অপশাসনের বৈরিতায়,
চার দেয়ালের বদ্ধ পরিকর থেকে আজি
নারী তুই বেরিয়ে আয়।
লেখকঃ
রেহনুমা তাসনীম তামান্না
খুব সুন্দর লেখা হয়েছে 👌👌