শহরের মাঝরাতে কুকুরগুলো বড্ড দূরন্ত

শহরটা যেনো তাদেরই দখলে

উদ্বাস্তুর মতো কিছু মানুষ ঠাঁই নিয়েছে

নিরুপায় দুঃস্বপ্নের দলে ৷

জানা নেই গন্তব্য,নেই থাকার জায়গা

তবুও থাকছে কনক্রিটের শহরে

জীবনের হাল টানছে মানুষ

ধূলোমাটি বুকে আঁকড়ে ধরে ৷

কারো প্রতি অভিমান নেই এই অন্ধকারের,

এই রাত অন্ধকারের বড় আপন

তার চেয়ে বড্ড আপন এই মানুষগুলোর

যারা অন্ধকারেও খোঁজে জীবন ৷

কোথাও প্রেম ভাঙার খবর, কোথাও ঈমান

খেলাঘর ভাঙছে যে রোজ

মানুষগুলোর মন ভাঙছে,স্বপ্ন ভাঙছে

বাঁচার ইচ্ছেও যেনো ভাঙছে রোজ ৷

তবুও এরা বাঁচে , হার না মেনে পাশাপাশি

ঘর বাঁধে কুকুরের কাছে

বাঁচার অধিকার মৃত্যুর আগ পর্যন্ত

স্বপ্নকে পরাজিত করে হলেও থাকতে হয়  বেঁচে ৷

এই মানুষগুলোর কাছে অবহেলা ,কষ্ট,অন্ধকার

হেরে যায় বিচিত্র জীবনের এই শহর।

এরা আকাশটাকে মাথার উপর ছাদ বানায়

পৃথিবীটাকে বানায় ঘর ৷

 

লেখকঃ জুয়েল আজ্জাম