তুমি কি আমার সেই প্রিয়তমা

যার দুটি আঁখি জুড়ে থাকতাম আমি।

এখন কি সেই আঁখিতে না পড়া আমি…

তুমি কি আমার সেই প্রিয়তমা

যার হাসির কারণ ছিলাম আমি।

এখন কি সেই কারণ হয়ে উঠতে পারি না আমি…

তুমি কি আমার সেই প্রিয়তমা

যার অনুভূতিতে থাকতাম শুধুই আমি।

এখন কি পারছি না সেই অনুভূতিকে ছুঁতে আমি…

তুমি কি আমার সেই প্রিয়তমা

যার প্রতিটা মুহূর্তে থাকতে চাওয়া আমি।

এখন কি সেই মুহূর্তে ডুকতে না পারা আমি….

তুমি কি আমার সেই প্রিয়তমা

যার রাতের আকাশের সুখ তাঁরা ছিলাম আমি।

এখন কি সেই তাঁরা হয়ে উঠতে পারি না আমি…

তুমি কি আমার সেই প্রিয়তমা

যার হাত দুটি ধরতাম শুধুই আমি।

এখন কি সেই হাত দুটি ধরতে না পারা আমি…

তুমি কি আমার সেই প্রিয়তমা

নাকি পাল্টে গেছো তুমি….

নাকি ভোলাতে চাইছো আমায় তুমি….

জেনে রেখো প্রিয়তমা তুমি , আমার অন্তীম চাওয়া তুমি।

 

লেখকঃ নওশাদ আলম