পরজন্ম যদি বলে সত্যি কিছু থাকে

তাহলে বলতাম নারী নয়

একজন মানুষ হয়ে জন্ম নিতে।

নারী মনেই এই করা যাবেনা

সেই করা যাবেনা বলে ব্যস্ত থাকা,

হাজারটা না এর ঝুড়ি সাজিয়ে রাখা।

নারী মানে সেই জাহেলিয়া যুগ থেকে

পর্যায়ক্রমে চলে আসা দাসত্ব প্রথা

যা আজও নির্মূল হয়নি নারীর আদীম সত্বা।

নারীর নিজস্ব রুপ নেই যখন যে পাত্রে

তখন সেই রুপ ধারন করছে,

তাইতো নারী আজও পদদলিত হচ্ছে।

নিষ্পেষিত হচ্ছে হাজারো কোমল প্রাণ

স্বাধীন দেশে পরাধীনতার শিকলে আবদ্ধ

জানি না নারী গাইবে কবে স্বাধীনতার গান

আজও আসবে কি সেই দিন??

যেই দিন নারী মানেই হবে শ্রদ্ধায় নতশীর।

নারী মানেই হবে বিশ্বাস, চিন্তা, চেতনা,

নারী মানেই হবে স্বাধীনতার প্রতিটা শ্লোগান

প্রতিটা অসহায় মানুষের অস্তিত্ব।

নারী মানেই স্বাধীনতার আরেক নাম

মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে

উন্মুক্ত আকাশে উড়ে যাওয়া,

নারী মানেই দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তরে

দু’হাত বাড়িয়ে নিঃশ্বাস নেওয়া।

নারী কোন পণ্য নয়

শোষিত সমাজে শুধু ভোগের সামগ্রী হয়ে

বেঁচে থাকার নাম নারী নয়,

নারী শুধু কারো স্ত্রী কারো বোন কারো মা

অন্যের পরিচয় বহন করে বেচে থাকা নয়।

নারী মানে গোটা একটা পৃথিবী

মানুষকে মানুষ রুপে গড়ার কারিগর।

নারী মানেই রাষ্ট্র চালানোর একতরফা দাবী নয়, নারী চায় একটা নিজস্ব পরিচয়।

চায় একটু সম্মানের সাথে বেঁচে থাকা

নারী নয় একটা মানুষ হিসেবে

বেঁচে থাকার একটু অধিকার।।

 

লেখকঃ নাহার সুলতানা ময়না