বাংলার রূপ
খুঁজেছি আমি দেশ থেকে দেশান্তরে
মহাদেশ মহাসাগর এক করে।
পাইনি আমি পাইনি বাংলার এই রূপ
কিংবা কৃষকের গোলা ভরা সুখ।
আমিতো খুঁজেছি সর্বোত্য খুঁজেছি
পাইনি, আমি রাখালের বাশীর সুর
কিংবা কিশোরীর খোপার জবা ফুল।

আমি পাবো কি ফিরে কোথাও?
নদীর সুশীতল বিশুদ্ধ বাতাস,
আর আবছা নীল আকাশ।
আমি নইত পর্যটক নইত কোন কবি,
মহাদেশ মহাসাগর এক করে খুজি,
বাংলার এর অপরূপ রূপের ছবি।

লেখকঃ মোহাম্মদ আরিফ