পাখির বিলুপ্তি দেখে তোমাকেই সুর দিতে বলি
কথারা সঙ্গীত হোক, ঠোঁটগুলো গানের বাহন ।
একদিকে কাহারবা, অন্যদিকে ঋতুর অঞ্জলি,
তারি মাঝে ভাব-ভঙ্গি, তাল লয়, সুরের বর্ষণ ।

তোমারই গান শুনি । কোমল মেলোডি সুরকার
সে-সুর ধারণ করি প্রাণে, কণ্ঠ ধরেছি ফাগুনে
নির্লিপ্ত সময়ে তুমি সুরতোলা-সুরেলা ঝংকার
গাও, গাও, চুপচাপ তোমাকেই যেতে চাই শুনে ।

ইচ্ছার ধ্বংসের মতো পড়ে আছে পাখির নিবাস
তোমাকে কি নামে ডাকি, ময়না, নিস্তব্ধ হই শোনো,
পাখির পালক দেখে ফেলেছো কি বড় দীর্ঘশ্বাস?
ফুটন্ত ফাগুনে তবে মনকড়া সুর হও– কোনো ।

মানুষের হিংস্র চোখ যেন এই আকালের বেলা,
পাখিদের সুর নেই । অন্যদের বসে গেছে মেলা ।

লেখকঃ শাহীন ভূঁঞা