কোন ভগ্ন হৃদয়ের উদ্দ্যেশ্যে নিবেদিত নয় এই গান।

অবিশ্বাসিদের জন্য আজ আর কোন নিরব প্রার্থনা নয়।

অযুত লোকের ভীড়ে হারিয়ে যাওয়া কোন মুখ আমি হতে চাইনা।

আমার সুরের সশব্দ উপস্থিতি

তোমার কানে অনুরণন তুলবেই।

এইতো জীবন

বর্তমানের প্রতিটি মুহূর্তই জীবন।

জীবন উপভোগের এইতো সময়

অমরত্বের অসম্ভবে

বর্তমানের প্রতিটি মুহূর্ত হীরকখন্ড।

এইতো জীবন

বেঁচে থাকার প্রতিটি ক্ষণে

আমি বাঁচতে চাই, ভরপুর।

উন্মুক্ত প্রসারিত দিগন্ত বিস্তৃত মহাসড়ক হৃদয় আমার

ফ্রেংকির মতই বলতে চায়, “আমার জীবনের পথ আমিই বেছে নিয়েছি।”

এইতো জীবন

বেঁচে থাকার প্রতিটি ক্ষণে

আমি বাঁচতে চাই, ভরপুর।

এই গান সেইসব সামনে এগিয়ে যাওয়া মানুষের উদ্দেশ্যে,

যারা  যুদ্ধে পেছনে ফিরে তাকাতে জানেনা,

যারা হার মেনে পালিয়ে যেতে জানেনা।

প্রতিটি দিন আরও রূঢ় হয়ে আসে

প্রতিটি ভুল তাকে আরও অসহনীয় করে তোলে।

ভাগ্যও এতটা সৌভাগ্যবতী নয়, যে

তোমাকে বিশ্রামের সুযোগ দিবে!

এইতো জীবন

বেঁচে থাকার প্রতিটি ক্ষণে

আমি বাঁচতে চাই, ভরপুর।

উন্মুক্ত প্রসারিত দিগন্ত বিস্তৃত মহাসড়ক হৃদয় আমার

ফ্রেংকির মতই বলতে চায়, “আমার জীবনের পথ, আমিই বেছে নিয়েছি।”

অন্যের ডাকে সাড়া না দিয়ে

স্বেচ্ছায় নিঃসঙ্গ তুমি

নত হয়োনা, ভেঙ্গে পড়োনা, ফেলে আসা পথের দিকে ফিরে তাকিয়ে থেকো না।

এইতো জীবন

বর্তমানের প্রতিটি মুহূর্তই জীবন।

জীবন উপভোগের এইতো সময়

অমরত্বের অসম্ভবে

বর্তমানের প্রতিটি মুহূর্ত হীরকখন্ড।

এইতো জীবন

বেঁচে থাকার প্রতিটি ক্ষণে

আমি বাঁচতে চাই, ভরপুর।

নোটঃ বন জোভির ইটস মাই লাইফ গানের ভাবানুবাদ।