গল্পকারের গল্প যেদিন মিথ্যে হলো 

সেদিন থেকে সত্যটা মাটি চাপা পড়ে গেল।

দেখা গেল অজস্র কান্না, হাহাকার চারিদিকে, 

হলো বন্যা, ভাসলো মানুষ, 

জীবিত দাঁড়িয়ে অট্টহাসিতে হুংকার দিল পৃথিবী! 

কোনো এক বিকেলে, হাঁটছি নদীর ধার ঘেষে,

আলতো আলোতে, ঠিক সন্ধ্যে নামার আগে, 

হঠাৎ বিচলিত মন, খুঁজছে যেন কাকে!

বলতে পারেন, যাচ্ছি আসলে কোথা থেকে কোথা? 

পুরো বিশ্ব ঘুরেও যার লাগেনি কখনো পিপাসা, 

আজ দু-কদম হেঁটেই, 

কেন তার মনে পড়ছে,সাত সাগরের কথা! 

বিচ্ছিন্ন কথা বার্তায়, মিলছে না সমীকরণ;

জোর করে মিলিয়ে দিতে পারি, 

তবে তাতে মিলবে না জীবন, 

বাড়বে কষ্ট, হবে ভীষন দুঃখ। 

ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটানো ছিল যার উদ্দেশ্য,

সে কি করে হতে পারে কারণ, এক বিশ্রি রকম কান্নার! 

দুনিয়াটা অদ্ভুত, নাকি সময় চলছে অদ্ভুতভাবে ;

চারিদিকে আজ বিপ্লব, পরিবর্তন সন্নিকটে! 

বাঁচার কথা বলে বেড়ায় যারা হরদম, 

তারাও যে জানে না বাঁচতে। 

মানছি আমি ঘুমিয়ে আছি, 

তিনিও তো ঘুমিয়েই আছেনে।

এখন প্রশ্ন হচ্ছে, 

একজন ঘুমন্ত মানুষ, 

আরেকজন ঘুমন্ত মানু্ষকে জাগাবেন কি করে!