ভাবনার সোপান বেয়ে রোমান্টিক স্বপ্ন নিয়ে
রচনা করি কত গান৷
প্রত্যুষের মিষ্টি হাওয়ায় বৃক্ষের ঘন ছায়ায়
চোখে দেখি ফুলেরই বান ৷
ভাল লাগা ছায়াতে মায়া হয় কায়াতে
হেথা ওঠে গৌরব রবি শশী৷
প্রাণে প্রাণে লাগে দোলা হৃদয়ে ওঠে প্রণয় জ্বালা
সুরবিণা বেজে চলে বাঁশী৷
বিরহ বেদনা মথিত সুধা মেটাবো আমি মনঃ ক্ষুধা
চাইনা হতে আমি দোষী৷
স্নেহ দয়া মায়া দিয়ে প্রেম করি তাকে নিয়ে
পেলব মনে তাকেই তুষি৷
কল্পনার স্বর্গ সভাতে ভরে যায় মন খুশিতে
দূর করি মনের গ্লানি৷
সোনালী ধানের শীষে প্রেম যে থাকে মিশে
শোনায় তাকে অনুরাগের বানী৷
প্রেমের চিহ্ন আঁকা যায় না বাহিরে রাখা
থাকে শুধু হৃদয় অনুরাগে।
জীবনের অন্তর্ঘাতে বেদনায় আঘাত কাটে
সাহসা সোহাগী তৃষ্ণা জাগে৷
অভিপ্সা মোর চিত্তে তুমিই হৃদয় বৃত্তে
থাকবে অতিশয় সংগোপনে।
শীতের বাতাস বইছে বনে গাছের পাতা ঝরছে পবনে৷
থাকব কাছে তব সর্বক্ষণে
রুপালি শুভ সকালে সোনালী মনোহর বিকালে
ভাসাও মোরে প্রেম জোয়ারে ৷
সন্ধ্যায় ফেরার পথে হবে তুমি মোর সাথে
হবে না অন্যের তরে৷
লেখকঃ রহমতুল্লাহ কাসেমী