পেন্সিলে আঁকা মাত্রা,

পড়া‌লেখার হ‌য়ে‌ছিল সে‌দিন যাত্রা।

স‌ঙ্গে ‌ছিল ইরেজার চ‌লে‌ছি আ‌মি দূর্বার,

হ‌তো য‌দি ভূল একটা মু‌ছি‌য়ে দিতাম সোজা সাপটা।

ভাবনা চিন্তা‌ ছিল না,

ক‌রে‌ছি শত বাহানা !

ইচ্ছা হ‌লে প‌ড়ে‌ছি নয়‌তো ঘু‌মি‌য়েছি,

শুধু মা‌কে মি‌ষ্টি ক‌রে বলতাম, নয়‌তো জেদ ধরতাম!

তা‌তেই আমি জি‌তে‌ছি !

হা,হা কি মজা! কি মজা!

সমস্যায় পড়লাম তখ‌নি, হা‌তে নিলাম কলমখা‌নি !

আনন্দটা ছিল তখ‌নো, আহা কি মজা আমি কলম দি‌য়ে লিখ‌বো !

দুই চারটা শব্দ হ‌লো লেখা,

মা‌ঝের শব্দ হ‌লো বাঁকা !

ইরেজার দি‌য়ে দিলাম ঘষা

‌মি‌শে না তো কোন লেখা !

ওমা, এই শো‌নো না, ইরেজার আমার কাজ ক‌রেনা !

মা ব‌লে, কা‌লির লেখা মিশা‌নো যায় না!

তাহ‌লে কর‌বো কি ওমা একটু ব‌লো না।

মা ব‌লে, কাটা দি‌য়ে আবার লে‌খো মনা,

‌সেটা কিভা‌বে তাও জা‌নি না,

হাত ধ‌রি‌য়ে শি‌খি‌য়ে দাও মা ।

মা-ইরেজার কি আর লাগ‌বে না?

না‌কি টাকার ভ‌য়ে বল‌ছো, ওমা !

না‌রে, তুই এখন বড় খোকা,

পেন্সিল দি‌য়ে কি মানায় লেখা !

 

লেখকঃ শাহানুল ইসলাম সিয়াম