ওরা আমাকে কবি বলে

অথচ কবিতার আমি কিছু জানি না

কবিতা তো নির্ভীক শব্দের এক সত্যের তীর

কবিতা মানে নিংস্বার্থ মানবিকতা।

আমি লিখি না আমার মায়ের কথা

আমি লিখি না আমার বোনের কথা

যে মা রোজ সম্মুখে দেখে ধর্ষিতা মেয়ের লাশ

যে বোনের বেদনায় আকাশ ছুয়েছে দীর্ঘশ্বাস।

আমি বলি না নির্যাতিতার কথা

করি না শোষণের প্রতিবাদ

খাস দরবারে বসে যারা দাপট চালায় ক্ষমতার

আমি কলমের আঁচড়ে করি না তাদের আঘাত।

বলি না তাদের কথা এখনো যারা অনাহারী

রাষ্ট্র এখনো দেয়নি যাদের নিরাপত্তা

গৃহহীন রয়েছে এখনো কত মানুষ

আমি এখনো কবিতায় বলিনি তাদের কথা।

কবিতা শুধু ভালবাসা নয় নয় বিরহ বেদনা

কবিতা একটি সমাজ একটি দেশ একটি পৃথিবী

কবিতা মানে শোষণের হাতে বেড়ি

আর কবি মানে অন্যায় তুলে ধরা সাহসী কলমধারী।

 

লেখকঃ বায়েজিদ বোস্তামী