কল্পনা কর
আকাশে কোন স্বর্গ নেই
পাতালেও নেই কোন নরক
ভাবাটা মনে হতে পারে
অনেক কঠিন,
আসলে তা সহজ।
ভেবে নাও
স্বর্গের প্রলোভন ভুলে
নরক যন্ত্রণার দুঃস্বপ্ন পেছনে ফেলে
সবাই বেঁচে আছে প্রতিটি মুহূর্ত
উপভোগ করে।
ভেবে নাও
সীমান্তে কোন কাটাঁতার নেই,
নেই কোন ধর্ম,
সবাই শান্তিতে আছে
কোন কিছুর জন্য প্রাণদান কিংবা প্রাণসংহার না করে।
তুমি আমাকে স্বাপ্নিক ভাবতে পার। কিন্তু,
আমি একা নই।
আমার স্বপ্ন, তুমি আমাদের সাথী হবে
সবার জন্য একটাই পৃথিবীতে।
যদি কোন মালিকানা না থাকে
থাকবেনা কোন লোভ, কিংবা ক্ষুধা
তখনই তা সম্ভব, যখন
মানুষের ভাতৃত্ব
প্রত্যেকের আনন্দ সবার করে নেবে।
তুমি আমাকে স্বাপ্নিক ভাবতে পার। কিন্তু,
আমি একা নই।
আমার স্বপ্ন, তুমি আমাদের সাথী হবে
সবার জন্য একটাই পৃথিবীতে।
নোটঃ জন লেননের ইমাজিন গানের ভাবানুবাদ।