আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

আমি গরিবের কবি,বঞ্চিত মানুষের কবি,লাঞ্চিত মানুষের কবি।
আমি কবিই অবহেলিত কবি।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

কবিতার ডাইরি গুলোতে ধুলো জমে যাবে কবিতাগুলি হবে নাকো কোথাও ছাপা,
পাবো নাকো প্রতিভার দামটা।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

আমি বাংলার কবি, বাঙ্গালীর কবি, বাংলার প্রকৃতির কবি।
আমি লিখি বাংলার উলঙ্গ কৃষকের কথা,
অন্নের অভাবে কেন তাদের উদরে ব্যথা।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

আমি লিখি শ্রমিকের কথা,
তাদের শ্রমে অর্জিত সভ্যতার কথা।
তবুও তারা পায় না তাদের শ্রমের দামটা।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

আমি লিখি বাংলার প্রকৃতির কথা,
উদ্ভিদ,আম,কাঠাঁল,লিচুর কথা।
সোনালি ধান ক্ষেত,
আর মাটির সিগ্ধ গন্ধের কথা।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।

আমি লিখি বঙ্গের কথা,
বঙ্গবন্ধুর কথা, “৭”ই মার্চের কথা।
লিখি “৫২”এর কথা,” ৭১” এর কথা,
চারিদিকে লাশের স্তুপের কথা।
পথের ধারে বসে সন্তানের জন্য অপেক্ষায় থাকা শহীদ জননীর কথা।

আমি জানি আমার কবিতা তোমাদের মাঝে পাবে নাকো ঠাঁই,
তবুও লিখে যাই।
লেখকঃ নাসিম ইকবাল মন্ডল