সুখী হওয়ার অসুখ আমাদের

সুখি হওয়ার অসুখ এ শহরের

নিরন্তর ছুটে চলছি মরিচিকার পেছনে

কারণ? ঐ যে সুখ চাই জীবনে

যশ চাই, খ্যাতি চাই, ভুরি ভুরি টাকা চাই

মান চাই, ধন চাই, সব একা এই আমার চাই।

হায়! আমাদোর অনুশোচনা নেই,

অনুতাপ নেই, অনুরাগ নেই।

কি আছে আমাদের?

আমাদের আছে এক মস্ত অসুখ

সুখী হওয়ার অসুখ।

খুব অল্পতে কি পারি না আমরা সুখী হতে?

পারিনা কি আমরা সুখের মূল খুজতে?

সুখ তো আছে আত্মত্যাগে, আত্মপ্রত্যয়ে, আত্মার মাঝে।

যেখানে আত্নবলিদানে বীণার সুর বাজে

যেখানে আত্মসমর্পন করে সবাই সাজে নতুন সাজে।

আমরা কি পারিনা সারাতে আমাদের অসুখ?

সুখী হওয়ার অসুখ…..

লেখকঃ  রিয়ান ইসলাম।