হয়ে যাক সমর
রুখে যাক প্রহর
থেমে যাক পৃথিবীর ঘূর্ণন।
হয়ে যাও আমার
হয়ে যাই তোমার
হোক আমাতে তোমার অর্পণ।
অতঃপর…
মহা বিস্ফোরণ ঘটুক
পৃথিবী ধ্বংস হোক
প্রণয় রয়ে যাক চির অমর।
স্বর্গে দেখা মিলুক
স্বস্তি ফিরে আসুক
হুর–গিলমান করুক আমাদের বরণ।
লেখকঃ আরিফ আল–রাজী