গাছের পাতা গুলো ঝরে গেছে
তার অপেক্ষা বসন্তের,
পুকুরের জল গুলো শুকিয়ে গেছে
তার অপেক্ষা বৃষ্টির।
মায়ের প্রিয় ছেলেটা শহরে গেছে
মায়ের অপেক্ষা ছেলের,
সবাই সবার অপেক্ষায় অপেক্ষমান
আছে নিজেদের চঞ্চলতা।
তবে এমনও এক পথিক আছে
যার নেই কোনো অপেক্ষা,
নেই সূদুর বিলাষী স্বপ্ন প্রাসাদ
তবে তার আছে রাশি রাশি আনন্দ।
সেও অপেক্ষা করেছিলো কোনো
না পাওয়ার প্রত্যয় নিয়ে,
কিন্তু আজ তা গুচ্ছমান নিরব
হয়তো তার অপেক্ষার প্রহর নিরবধি,
এখন আর তার মাঝে অপেক্ষার
বাসনা জাগে না।
জাগে না হারানোর কোনো অতৃপ্ত ভয়
সে ছুটে চলে আপন গন্তব্যে,
কিন্তু সে নিজেই জানে না তার গন্তব্য কোথায়?

লেখকঃ কাউছার হোসেন