ছোট বেলা ছিল ভালো হিংসা বিবাদ নাহি ছিল,

খেলার সাথী অনেক ছিল সময় কাটতো বেশ ভালো।

পুকুর পাড়ে বড়ই গাছে অনেক বড়ই ধরে,

সবাই তখন মিলেমিশে বড়ই খেতাম পেরে।

অনেক বড় নদী যখন সাত্রে দিতাম পাড়ি,

কে আগে পৌছতে পারি এই নিয়ে করতাম পারাপারি।

বিকেল বেলা কি খেলা যায় মিটিং সরাসরি,

চারটা বাজলে খেলা শুরু সবাই আসিস তাড়াতাড়ি।

বিয়ে হবে পুতুল মিমির ধর্ম বাপ হবে কে?

এই নিয়ে যে কতো ক্ষুনশুটি করিতাম আগে।

সন্ধ্যা হলে বই-খাতা আর চেরাক নিয়ে বসতাম মাদুর পেতে,

কখন চেরাক নিভে যাবে এই ভেবে পড়তাম তাড়াতাড়ি করে।

শৈশব ছিল অনেক ভালো না খেতে পেলেও শান্তি ছিল,

কি করে ফিরে পাবো সে দিন শৈশব হয়েছে মোর চিরসাথী।

ফিরে কি পাবো সেই দিন স্কুল মাঠটা পাড়ি দেইনি কতো দিন!

পড়ার সাথী খেলার সাথী দেখা মেলেনি হায় কতো দিন?

ওরাও ব্যস্ত আমিও ব্যস্ত সবাই এখন অনেক ক্লান্ত,

ফিরে যদি পেতাম সেই শৈশবকাল,

কখনোও চাইতাম না আর প্রাপ্তবয়স্ক কাল।

ফিরে যদি পেতাম সেই শৈশবকাল,

যখন ছিল ন কোন হিংসা বিবাদ,

ফিরে যদি পেতাম সেই শৈশবকাল।

লেখকঃ সাজিয়া আক্তার