মুক্তিসেনা মুক্তিসেনা আয়রে তোরা আয়,
রূদ্ধশ্বাসে ভেঙে শিকল দমদমা বাজায়।
মুক্তিসেনা মুক্তিসেনা যুদ্ধ করি চল,
রক্ষা করি স্বাধীনতা পূ্র্ণ অবিকল।
মুক্তিসেনা মুক্তিসেনা করতে আবার জয়,
থাকতে হবে সাহস খুবি মনে যে অভয়।
মুক্তিসেনা মুক্তিসেনা সবাই হলাম বীর,
বুক ফুলিয়ে চলতে হলে থাকবো যে অধীর।
মুক্তিসেনা মুক্তিসেনা আমরা যদি হই,
থাকবো কেন সহ্য করে সবি নীরবই?
মুক্তিসেনা মুক্তিসেনা ভয় করে না আর,
তাই তো এখন দেশসমাজে সুখের সমাহার।
লেখকঃ রোমানুর রোমান