আজ আমাদের বিদায় বেলা,
আজ আমাদের বিদায় বেলা।
এই বিদায় রজনীতে মনে পড়ে,
মনে পড়ে সেই বিগত দিনের
স্মৃতি-চারণ গুলি।
মনে পড়ে সেই স্কুল জীবনের কত কাহিনী।
সেগুলো কি আর আসবে ফিরে যতদিন যাবে?
শুধু স্মৃতিগুলো ভাসবে চোখেরি জলে।
এই বিদায় রজনীতে মনে পড়ে,
মনে পড়ে সেই শিক্ষকদের মারের ভয়ে-
কি প্রতিযোগিতামূলক লেখাপড়া।
মনে পড়ে সেই পাঠ্য সাথীদের সাথে
হাসি-মুখে থাকা
এই বিদায় রজনীতে আমাদের মনের
সোনালি আকাশ ছেয়ে গেছে এক,
বিষাদের ঘন-ঘটায়।
এই অনন্ত চরাচরে স্বর্গ-মর্ত চেয়ে,
সবচেয়ে পুরাতন কথা,
সবচেয়ে গভীর ক্রন্দন।
যেতে নাহি মনে চায়
তবু চলে যেতে হয়
তবু চলে যায়।।
‘বিদায়’
লেখকঃ মোঃ শাফিউল ইসলাম