তুমি কবে ছিলে ভালো
কবে ছিলে সুখে?
রক্তে উঠেছ ভিজে
রক্তের দাগ শুকাতে না শুকাতে।
তোমার উপকূলে আছড়ে পড়েছে ঝড়
সাম্প্রদায়িকতায় পুড়েছে ঘর,
গণতন্ত্র-অগণতন্ত্রের সংঘাতে মানুষ মরেছে,
মরেছে মাড়ি ও মড়কে;
ফেলানী ঝুলেছে কাঁটাতারে
সীমান্ত শত্রু নির্বিবাদে গুলি করে।
ক্ষমতা লোভী রাজনীতি,
স্বজনপ্রীতির রাষ্ট্রনীতি,
পুঁজিবাদীর মুদ্রানীতি,
সুবিধা ভোগী আমলাতন্ত্র
তোমাকে করেছে বিপর্যস্ত।
তুমি কবে ছিলে ভালো
কবে ছিলে সুখে?
রক্তে উঠেছ ভিজে
রক্তের দাগ শুকাতে না শুকাতে।
Pingback: দহন কাল | Songshoptok