এলো সমীরণে বর্ষা নামে আকাশ জুড়ে
বেলা অবেলা মনের ঘরে
খেলা করে
মনে পড়ে
প্রিয় মুখ বিজন ঘন অন্ধকারে।

শত অনুযোগ, অভিযোগ অন্তপুরে
ঝুম ঝুম ঝরে মনের উঠান জুড়ে
ভেসে নিয়ে
যায় দূরে
প্রিয় বিচ্ছেদ বিহনে মন পোড়ে।

বুকের পাঁজরে জেগে থাকে রাত
পাশে আছে তবু নেই হাতে হাত
নেই বিশ্বাস
বুকে দীর্ঘশ্বাস
মরে যাওয়া প্রেম বিচ্ছেদে বেঁচে থাক।

জীবনের ঘরে সুখ-দুঃখের কানামাছি
বিশ্বাস-অবিশ্বাস রয়েছে পাশাপাশি
শুধু তুমি দূরে
আমিও গেছি সরে
একে যদি জীবন বলে, তাহলে বেঁচে আছি।

মাসুম আকতারের আরও কবিতা-
১) দহন কাল
২) উপদ্রুত স্বদেশ