একটা কবিতা লিখবো বলে, সেই কতকাল অপেক্ষার প্রহর গুণছি
প্রতিনিয়ত মনের গহীনে শব্দের খোঁজে হাতড়ে ফেরা আমি আজ ক্লান্ত!
কবিতার আবহ সৃষ্টির প্রচেষ্টায় ঘর অন্ধকার করে আছি কতক্ষণ; চারিদিক সুনসান, পিনপতন নীরবতা!
ভিতরের চাপা অস্বস্তি কথা হয়ে ফুটছে, কিন্ত শব্দ কই? প্রকাশের ভাষা কই?
মুহূর্তগুলো যুগের আকৃতি ধারণ করে আছে, জগদ্দল পাথর হয়ে চেপে আছে বুকের মধ্যে- আমি মুক্তি চাই!
আমি নরম ঘাসের বিছানায় শুয়ে আকাশ ছুঁতে চাই!!
কতকাল, আর কতকাল এই গৃহবন্দি দেহটায় গুমরে মরবো?
প্রতিনিয়ত ফোনের স্ক্রিনে আটকে থাকা চোখ বিদ্রোহ করছে, সর্বক্ষণ শায়িত পিঠের জড়তা জানান দিচ্ছে
আমি মৃতপ্রায়!
খোদা! আর কতোকাল একটা কবিতা লেখার প্রতিক্ষায় প্রহর গুনতে হবে?
সৃজনের যন্ত্রণা
You may also like
একুল ভাঙিলে ওকুল,ওকুল ভাঙিলে কোন কূল?
September 19, 2020
চাবির খোঁজে
February 27, 2021
প্রতিশ্রুতি
February 17, 2021