অভাগী –
এমনতো কথা ছিলনা,
হয়ে যাবে চোখের আড়াল
আর তো ফিরবে না ।
এসেছিলে যখন,
থাকতে আরো কিছুক্ষন।
দেখে যেতে আমাদের মরণ।
বুঝেছিলে-
নিষ্ঠুর এ পৃথিবীর খেলা,
বুঝেছিলে এ অবেলা।
হতে চাওনি কারও করুণা,
চাওনি হতে কারও ভৎসনা।
স্বামী সংসার, আত্মীয় স্বজন,
নিজের অসুস্থতায় হয়েছে কত কথন।
কিন্তু আমরা-
অর্থ আর লালসা নিয়ে,
বেঁচে থাকবো পৃথিবীতে।
তুমি চলে গেছো যাও,
তাতে আমাদের কি?
আমরা বেঁচে থাকতে চাই,
ভালো থাকবো এ পৃথিবীতে।
তুমি-
অনেক ভালো থেকো ওপারে,
যদি পার ক্ষমা করে দিও মোরে।
হয়তো খানিকক্ষণ,
হয়তো আর কটা দিন।
তারপর আমিও…
সব কথা হবে সেদিন ।।