আকাশে ঘন কাল মেঘ
ডায়েরির পাতায় জমানো আবেগ
মনে পড়ে যায় পুরনো ছেলেবেলা
বৃষ্টির জমানো জলে নৌকা নৌকা খেলা।
বৃষ্টির দিনে ঘরে বসে আকা ছবি
নিজেকে মনে করা বড় এক কবি
এখন সবই শুধু পুরনো অতীত
কিন্তু এখনো সপ্ন দেখি আশাতীত।
যদি একবার ফিরে পেতাম সেই ছেলেবেলা
আবার ভাসাতাম নদীতে আমার ছোট্ট ভেলা
জল কলতান, পাখির মিষ্টি গান
ঝুম ঝুম শব্দে রাঙাতাম এই প্রান।