আলোর খোঁজ ভালোর খোঁজ কোথা দেখি নাইরে
ভালো মন্দের জগৎ কিন্তু মন্দ শুধু পাইরে।
সুদিন এখন নাই সমাজে দূর্দিন দিয়ে ঠাসা
যায় না দেখা দৃশ্য এমন নেই প্রকাশের ভাষা।
অপাঠ্য সব পাঠ্যসূচি ফেসবুকে আর টিউবে
হাজার হাজার লাইক কমেন্ট প্রমাণ হাজার ভিউয়ে।।
কোথায় এদেশ তুমি আমি লজ্জা কোথায় ঢাকি?
স্কুল কলেজ সবই গেলো রইলো কি আর বাকী?
কোথায় পাবেন এমন খবর শিরোনামে ছাত্রী!
আমরা কি সব পশু হলাম জাহান্নামের যাত্রী!
ধিক্ এ সমাজ ধিক্ যে তাদের মানুষ রূপি পিশাচ
সব খেয়েছিস বাংলাদেশের আর খেতে বল কি চাস্?
আসুন যারা ন্যায়ের প্রতীক সত্য ভালো আছি
আসুন নেতা ছাত্র-ছাত্রী ভালোর কাছাকাছি।
পুড়ে ফেলি ছুঁড়ে ফেলি এই সমাজের অন্যায়
পুঁতে ফেলি মৃত সমাজ নতুন আলোর বন্যায়।
লেখকঃ নিতাই চন্দ্র রায়
WOW