কর্কশ নগরীতে,
হৃদয়ের খুব কাছে
তোমার রংহীন ছায়া।
টের পাইনি, বুঝিনি হায়,
কি অবাক করা তোমার
এই প্যারাসাইটিক মায়া।

বিবস্ত্র কিছু চুমু আর
পঁচে যাওয়া সানফ্লাওয়ারের সাথে
কালো ঠোঁটে সিগারেটের ছোঁয়া।
কি জঘন্য, হাস্যকর
কি উন্মাদ করা তোমার
এই প্যারাসাইটিক মায়া।

বিক্ষিপ্ত মনের রাজ্যে,
মেয়াদহীন মোহ আর
জঞ্জালের ভীড়ে তোমায় চাওয়া।
ধরা যায়না, ছোঁয়া যায়না,
ধ্বংস করে দেয়া তোমার

এই প্যারাসাইটিক মায়া।

 

নূর ফয়েজ

নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়