যেদিন আকাশে জ্যোৎস্না দেখা দিবে না
মিলবে না কোনো তারা,
চন্দ্র লুকাবে তার সমস্ত আলো গুটিয়ে
চারদিক ডুবে থাকবে আঁধারে,
আকাশের বুকে ছুটে চলা মেঘগুলিও
থাকবে মুখ কালো করে,
তখন কি অন্ধকার এ আকাশের প্রতি দু’চোখে
দেখা দিবে শুধুই অবহেলা?
অথচ কালো ঐ বক্ষের মাঝে স্থান পেয়েছিল
বলেই তারা ও নক্ষত্ররা তোমার এত প্রিয়!
না! তুমি কেবল রঙই চিনলে,
রঙের সৌন্দর্য্য চিনলে না।
লেখকঃ মোহাম্মদ হাসিন ইশরাক