১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রে,

ঘুমিয়ে ছিল সকল বাঙালি পরম স্বস্তিতে।

মধ্যরাতে হানাদার বাহিনী করলো আক্রমন,

ঘুমন্ত মানুষের তাজা রক্তে রাঙালো মাটি জল।

কালরাত্রি সেই রাত আজও ইতিহাসে জাগরিত,

বৃদ্ধ,শিশু,ভ্রাতা,যুবকের রক্তের দাগে স্মরণীয়।

কামার,কুমার,তাতী,জেলে,শ্রমিক কৃষক ভাই,

একতা হয়ে করলো শুরু শত্রুর সাথে লড়াই।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাগালো প্রাণে বল,

বীর বাঙালির মনে উদয় হলো নতুন সূর্যদয়।

অকুতোভয়ে চললো মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে ধরে,

বাংলার বুক শশ্মান হলো আগুন জ্বললো ঘরে ঘরে।

সেই দাগ আজোও অস্পষ্ট আছে সবুজ ঘাসের নীচে,

দালাল রাজাকারের ষড়যন্ত্রে উদ্বাস্তু বাঙালি জনে জনে।

কতো বোন হারালো সম্ভ্রম,কতো বধূর সিঁধুর,

কতো শিশু অনাথ হলো জীবন বেদনার বিধুর।

নয়মাস ধরে চললো যুদ্ধ সেকি ভীষণ হাহাজারি,

লেলিহান দাবানলের কালো ধোঁয়ার বাতাস ভারী।

অবশেষে এলো বিজয়ী ক্ষণ ১৬ই ডিসেম্বর,

স্বাধীনতা এলো বাঙালির হাতে শত্রুর পরাজয়।

বাংলার বুকে বিজয় নিশান উড়লো দিকে দিকে,

সালাম জানায় সকল শহীদদের বিনম্র শ্রদ্ধাতে।

 

লেখকঃ  জুনাইদ আকন্দ