বসন্ত বাতাসে শীতেরো আকাশে
সুর তব পাই ;
বৃথা নাহি হয় বিষাদে।
এই বিষন্নতার অগ্রে কত কি অভিলাষ ;
শেষে যত সংশয় দীপ্যমান।
তোমার পাশে চলার আক্ষেপে আকাল সমুদ্রের নিশাচর পাখিরা বিড়ম্বনার স্বীকার।
কিন্তু আমার তো কারোকে অস্বীকার করার কথা নয়।
আমি কি কেবল প্রতিকৃতিতেই বিমোহিত ছিলাম?
তুমি কি চিরকাল অসম্ভবের ছায়ায় অদেখায় রয়ে যাবে?
ভালোবেসে ফেলা এতো সহজ কেনো?
জেনে রেখো,
সহজ শব্দটা শুধু তোমার বেলায় বিদ্যমান।
নিয়নের আলোয় তোমাকে নিসঙ্গতায় ভুক্তভোগী মনে হয়।
অথচ আমি তোমার গল্প করে বেড়াই পত্রবাহকের কাছে।
পত্রবাহক ডানা ঝাপটে উড়ে যায়, অপেক্ষারত আমি ম্রিয়মাণ ,আর তুমি নিরুদ্দেশ।
তোমার উপস্থিতি কি শুধুই প্রতিকৃতিতেই সীমাবদ্ধ রয়ে যাবে?
জানিনা কতদূরে বসন্ত বাকি।
অবহেলায় অভ্যস্ত আপাদমস্তক ভালোবাসা নিভৃত।
লেখকঃ তাহমিনা আকতার