বাবা তুমি বড্ড বোকা এই পৃথিবীর বুকে,
সকাল বিকাল খাটো তুমি সন্তানেরই সুখে।
সন্তান তোমার বড় হলে থাকবে না তো দুঃখ,
এই আশাতেই বাবা তুমি বেঁধে আছো যে বুক।
বাবা তুমি আজব মানুষ মনটা বুঝ দায়,
কখন হাসো কখন কাদো বুঝতে নাহি পাই।
সন্তান মানুষ করার লাগি সুখ দাও বিসর্জন,
সন্তান বড় হয়ে তোমার করবে উপার্জন।
একটি বেলা খায়নি বাবা উপশ দিয়েছেন কাল,
সন্তানের হাসি মুখ দেখতে বাবা এনেছে উপহার।
নিজের চিন্তা করেনি বাবা সন্তান রা সুখে থাক,
সন্তান বড় হলে বাবার থাকবে না তো অভাব।
সন্তান যখন বড় হয়ে করে উপার্জন,
বাবা তখন বুঝতে পারেন তিনি ছিলেন শুধু প্রয়োজন।

লেখকঃ সাজিয়া আক্তার