সহস্র–কোটি শান্তির শ্বেত পায়রার
উচ্ছ্বল–উজ্জ্বল প্রানন্ত আনন্দ উৎসব
এখন আর নেই, চাঁদের অমীয়
আলোর সেই নিদারুণ আনন্দ এখন
বন্দী ঘরের বেড়ি পড়া আসামি।
অনন্ত–অসীম নীল আকাশ এখন
আর তার সৌন্দর্য উদঘাটন করে না।
জীবনের নবপদ্য রচনায় উজ্জীবনের পরিক্রমায়
রঙিন পথটি ঠিক আগের মতো নেই,সেই
পথ আজ রক্তের আস্বাদনে নিমজ্জিত।
সুখ সম্মিলনের সুদীর্ঘ পথটি আজ নিস্তব্ধ
করটির প্রাণহীন প্রান্তর,প্রাণের উচ্ছাস আজ
প্রতীক্ষার পথ পেরিয়ে ধরা ছোঁয়ার বাহিরে, নিজের পরিচয় বিলাতে বিলাতে হাঁপিয়ে গেছে।
ধুলো থেকে উড্ডীন সাহস এখন আর
দ্বীপ্ত শপথ বুকে ধারণ করা তরুণের
বক্ষে সঞ্চার হয়না,কারণ তার বক্ষ
এখন হাজারো গুবরে পোকার দখলে।
লেখকঃ কাউছার হোসেন