দূরে থেকে ও কাছে,
রয়েছো তুমি আমার এ মনে,
শুধু স্মৃতি হয়ে।
বিশ্বাস বলতে তুমি,
ভালোবাসা বলতে তুমি,
যদিও এখন তুমি নও আমার তুমি।
তুমি এখন অন্য কারো তুমি।
রাত যখন গভীর হয়ে আসে,
তখন তোমার কথা মনে পড়ে।
বুকে যখন শূণ্যতা লাগে,
তখন তোমার কথা মনে পড়ে,
বন্ধু যখন তাঁর তুমির কথা বলে,
তখন তোমার কথা মনে পড়ে।
দূরে থেকে ও তুমি এখন ও রয়েছে,
আমার এ মনের গভীরে।।
লেখকঃ তপন বর্মন