কাউকে এক দেখাতেই ভালবেসে ফেলা যায়
সেটা হয়ত চিরকালই অবিশ্বাস্য মনে হত
যদি না সেদিন তার সাথে সাক্ষাৎ হত।
সেদিনতো ঝিরঝিরে মন ভুলানো দিন ছিল না
রমরমা দমকা হাওয়ার আবেগের ক্ষণ ছিল না
উতলা হওয়ার মতো অবুঝ বয়সও না।
তবু্ও, বৃষ্টির মত কুয়াশাকে ছাপিয়ে
শীতের আর্দ্রতাকে ঝাপিয়ে
মেজাজের রুক্ষতাকে হাকিয়ে
গলে গিয়েছিল মন, আষাঢ়ে বৃষ্টির মত
হেমন্তের মৌ মৌ করা ঘ্রাণের মত
শরতের কচি ঘাসের ডগার মত।
একটি মাত্র চোখের পলক, একটি বার দেখা
তাও আবার বয়সে বড়!
না না, এটা অবিশ্বাস্য! মিথ্যা, সমস্ত অস্তিত্ব মিথ্যা।
অনেক মাশউরা হয়েছে নিজের সাথে
প্রচলিত প্রথার বিরুদ্ধে গিয়ে।
মনকে বুঝানো দায়। কিন্তু তোমাকে,
সাত সমুদ্দুর তের নদী দিয়ে বুঝাব
কুরান-পুরাণ, বাইবেল-ত্রিপিটক দিয়ে বুঝাব
পৌরাণিক গিত গেয়ে বুঝাব।
একটা বার সুযোগ দিও
যা জানার আরো জেনে নিও
ভেতর দিয়ে মনটা দেখো।
মনের মিলনে ভিতর থেকেই প্রেম হয়
প্রেম মানে না কভু বয়সের নয়ছয়।
লেখকঃ নুরে আলম ছিদ্দিক