এক কাপ চা এর রেশ কাটতে যতটা না সময় লেগেছিল

আমাদের গল্প ফুরোতে আরও কম সময় লেগেছে,

যতটা পথ আমরা হেটেছি দুজনে মিলে

তার থেকেও অনেকটা পথ দূরে দুজন সরে গেছি।

আঙুলের ভাজে আরেকটি আঙ্গুল রেখেও যতটা শুন্যতা ছিলোনা

তোমার আমার বন্ধনে তার থেকেও বিস্তর ফারাক ছিলো আনমনে,

আমি হেসেছি যতটা কম্পন তুলে তুমি এলে বলে;

ততটা নিরবতাই ছিলো তোমার প্রস্থানে।

যতগুলো কথা পাওয়ার আস্থা রেখে বলেছিলে

গ্রহণের পর ততটাই বিরক্তি তুমি অন্তরে পুষেছিলে,

সামান্য সংকোচ বোধে যতটা কাছে এসেছিলে

বিপদে ঠিক ততটাই দূরে ছিলে।

এক চিলতে সুখ কিনতে যে চুমু এঁকেছিলে

তা যেনো যাবার কালে বিষের ন্যায় যন্ত্রণায় ভরেছিলে,

জীবনে আসতে খুব একটা সময় না নিলেও

যাবার বেলায় সুখের সময় সাথে করেই নিয়ে গেলে।

লেখকঃ

মনমোহিনী রায়, কলেজ রোড, মুক্তাগাছা, ময়মনসিংহ