শুনেছি একাত্তরে হয়েছিল নাকি এক যুদ্ধ
দেশ নাকি হয়েছিল শত্রুর দ্বারা অবরুদ্ধ
হায়েনার কবলে মানুষের আর্তনাদ
শুনেও অনেকে ভয়ে করতে পারেনি প্রতিবাদ
কত মায়ের কোল হয়েছিল যে খালি
হৃদয়কে তা করেছিল ফালি ফালি
প্রতিদিন মৃত্যুকে দেখতে দেখতে
দামাল ছেলেরা পারে নি আর থেমে থাকতে
তাই অস্ত্র ধরেছিল তারা অবশেষে
মৃত্যু ভয়কে তুচ্ছ করে নিমিষে
রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল দেশে
মুক্তিসেনারা এসেছিল বীরবেশে
নয়মাসটা ছিল এক দীর্ঘ সময়
যা করেছিল আমাদের সম্ভাবনাময়
তারিখটি ছিল ষোল
বিজয়ের আশা অবশেষে পূর্ণ হলো!
লেখকঃ মাইশা মাহিয়াত নূর