একদিন চলে যাব বহুদূর
মান, অভিমান সব উপেক্ষা করে
চাইলেও ফিরাতে পারবো না কেউ।
নক্ষত্র হয়ে রয়ে যাব
দূর থেকে দেখব তোমাদের।
জানি অনুভব করতে পারব না,
তবু তোমরা সুখে থেকো।
বাড়ির পাশের নিম গাছটা হয়ে থেকে যাব
কিংবা পুকুর পাড়ের জাম গাছটা হয়ে।
কখনো পিঞ্জর হব না
বদ্ধ থাকা, সে যে ভীষণ যন্ত্রণার।
বাতাস হয়ে ফিরে আসব।
সমস্ত শক্তি দিয়ে খুলে দিব বদ্ধ কপাট।
ভেঙ্গে দিব সব পিঞ্জর
মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস ফেলব।
রক্ত জবা হয়ে ফুটব পথের ধারে।
কোনো শিশু তুলে নিবে আমায়।
হয়তো কষ্ট পাব,
তবু এতেই হবে আমার মুক্তি।