আমি কবিতার কবি হব
হবো রবি অনাথ তোমার,
আমি বাংলার সিরাজ হব
হবো শেরে বাংলার আবরার।
আমি গরিবের মহসিন হব
হবো কাজী নজরুল সবার,
আমি সাহিত্যের হুমায়ুন হব
হবো বঙ্গবন্ধু সবার।
আমি ওমর মুখতার হব
হবো শহীদ মালেক আবার,
মাইকেলের বাসবত্রাস হবো
হবো জীবন রূপসী বাংলার।
কৃষ্ণাঙ্গের ম্যান্ডেলা হব
সালাউদ্দিন আইয়ুবী আবার,
সবার প্রিয় গান্ধীজি হব
নিগ্রের হব মার্টিন লুথার।
আমি আল্লামা ইকবাল হব
হবো সত্যেন: ছন্দের জাদুকর,
আরেকবার নেপোলিয়ন হব
প্রয়োজনে আবার এডলফ হিটলার।
আমি গল্পের ঠাকুর হব
হবো বীর লেলিন-সিজার ,
আমার স্বপ্নের স্বাপ্নিক হব
হবো লালিত স্বপ্নের আধার…।
লেখকঃ খালিদ সাইফুল্লাহ