কবিতাগুলো হারিয়ে গেছে
শত হতাশার ভীড়ে।
নামগুলো মুছে গেছে
শত ধূলিক্ণার তলে।
তলিয়ে গেছে স্বপ্নগুলো
মৃত্যুর সন্ধিক্ষণে,
তবুও কিছু আসা টিকে আছে
তোমাকে ফিরে পাবার তরে।
ভেবে দেখেছ কি তুমি নেই
নেই তোমার কোনো অস্তিত্ব,
শুধু বেঁচে আছে তোমার চিৎকার,
তোমার হাহাকার,
তোমার প্রতি হওয়া অত্যাচার
শত মানুষের বুকে।
তুমি আমার, তুমি সবার,
তুমি তো সে মোদের জননী।
লেখকঃ শাহ্জী