একটি গোলাপ তোমার জন্য রোজ সকালে সুবাস ছড়ায়,
মাতাল ঘ্রাণে আমার হৃৎপিন্ডের শিরা-উপশিরাগুলো তাজা হয়ে যায়,
আমার আবারও বাঁচতে ইচ্ছে করে শুধু তোমাকে ভালোবেসে।
আবারও আকিঞ্চন জাগে গোলাপ হাতে কড়া রৌদ্রে দাঁড়িয়ে থাকতে,
বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও তোমার প্রতীক্ষায় সময় কাটাতে।
ফিরে এসো প্রিয় গোলাপী, অনেক গোলাপ দেবো তোমায়।
তোমার জন্য একটা গোলাপের বাগানও সাজিয়েছি।
আর কখনও ভুল হবে না গোলাপ আনতে।
বিশ্বাস করো, আমি সেদিন ঠিক-ই গোলাপ এনেছিলাম।
কিন্তু তোমাকে দিতে পারিনি।
সেদিন একটি ফুটফুটে শিশুর বায়নার কাছে জলাঞ্জলী দিয়েছিলাম আমার ভালোবাসা।
কেন জানি ওর চোখের পানি আমাকে ঘায়েল করেছিল,
আমি তোমাকে ভুলে গিয়েছিলাম,
অতঃপর, তোমার ভালোবাসাও!
লেখকঃ মেহেরুন ইসলাম