ইচ্ছে জাগে —
নিজের স্পৃহা কারোর কাছ ব্যক্ত করি।
সকল ব্যথার পাহাড় ভেঙে; সৌখিনতার দেয়াল গড়ি।
টাকা পয়সা অল্প থাকুক,
ছোট্ট সুখের গল্প থাকুক,
ঝগড়াঝাটি, খুনশুটিময় একটা-দু’টা প্রহর কাটুক!
চুপচাপ থাকাকালীন সান্ত্বনাহীন বিকাল কাটুক!
নিরুদ্দেশ হওয়ার জন্য একটু-আধটু সময় থাকুক!
আমরা সবাই একলা হাঁটি…
একলা চলি পৃথিবী জোড়া!
একাকী একা স্বপ্ন সাজাই…
আকাশ কেবল দেয় পাহারা!
বালুকা বেলায় স্বপ্ন খোয়ায় আমার শত ব্যস্ততারা,
ক্লান্ত সকাল একজোটে দেয়—
বন্দী খাঁচায় অচেনা মহড়া!
তবুও নদী বহমান থেকে জোয়ার-ভাটায় কাব্য রচে
সেই কাব্যের গল্পে কেবল কফিন বদ্ধ কঙ্কাল বাঁচে!
লেখকঃ ফারহানা মীম