এই সাইট শুরু করা হয় ২০১৮ সালে। চাকুরির খবর, ট্রেনিংয়ের খবর, ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল। বার বার হ্যাকিংয়ের কবলে পড়ে সাইট আবার নূতন করে তৈরি করা হয়েছে। বিষয়বস্তুতেও পরিবর্তন এসেছে। চাকুরি ও ট্রেনিংয়ের খবর বাদ পড়েছে। সেগুলো অন্য সাইটে চলে যাবে। এখন এই বাংলা সাইটে পেশা পরামর্শ, গল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী, উপন্যাস, ইত্যাদি থাকবে।
আমরা কয়েকজন এই সাইটের সাথে জড়িত আছি।
সাইটের আইডিয়ায়ঃ মজুমদার ইশতিয়াক মাহমুদ, মানব সম্পদ পেশাদার।
প্রজেক্ট ম্যানেজার ও সাইট ডেভলপারঃ ফয়েজ উল্লাহ , এফেলিয়েট মার্কেটার ও ফ্রিল্যান্সার
গ্রাফিক্স কনট্রিবিউটরঃ মারুফ হাসান , ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র।
কনটেন্ট এডভাইজারঃ ইসমত জাহান, ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ, কনটেন্ট রাইটার।
অকেশনাল এডভাইজারঃ হোসেন মোহাম্মদ জাবির, ব্যাংকার।
প্রধান প্রেরণাদায়ীঃ আরিয়া মাহমুদ, ক্লাস থ্রির ছাত্রী।
সাইটের প্রাণঃ লেখক ও পাঠক